ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

অস্বস্তির রেকর্ড মুছে ব্যাটিংয়ে উন্নতির আশা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২০ আগস্ট ২০২৪  
অস্বস্তির রেকর্ড মুছে ব্যাটিংয়ে উন্নতির আশা বাংলাদেশের

‘পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতেই বাংলাদেশ হেরেছে। এমন রেকর্ডের বোঝা মাথা নিয়ে আরেকটি টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এটা কি চাপ হয়ে যাচ্ছে?’

পাকিস্তানি সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ সাবলীল উত্তর দিয়েছেন। টেস্ট ক্রিকেটে খুব স্বস্তিকর জায়গায় নেই বাংলাদেশ। ঘরের মাঠে শেষ যে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিতেই ভরাডুবি। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার।

লম্বা বিরতির পর আবার সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন ঘুরে ফিরে করাচি, ঢাকা, লাহোর, চট্টগ্রাম, খুলনা টেস্টের কথা চলে আসে। যেখানে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির ওজনই বেশি। এমন বিব্রতকর রেকর্ডকে মুছে দিতে চান বাংলাদেশের অধিনায়ক শান্ত ‘এটা কেবলই রেকর্ড। রেকর্ড পরিবর্তন আনা যায়। যদিও কাজটা সহজ হবে না।’

আরো পড়ুন:

কাজটা সহজ না হবার কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা রয়েছেন চরম অফফর্মে। লম্বা সময় ধরেই ধারাবাহিক রান খরায় ভুগছেন ব্যাটসম্যানরা। ব্যাটিং এই মুহূর্তে দলের সবচেয়ে উদ্বেগের জায়গা তা সবারই জানা। নিজেদের উন্নতির জন্য শান্তরা কাজ করে যাচ্ছেন। এই টেস্টে ভালো কিছুর আশা করতে বললেন বাংলাদেশের অধিনায়ক।

‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। আমরা সবাই জানি ব্যাটিংটা শেষ কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। কয়েকটি সিরিজে আমরা ওরকম ভালো করিনি। কিন্তু প্রস্তুতির কথা বললে, এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। খেলোয়াড় আমরা যারা সুযোগ পেয়েছি চেষ্টা করেছি ভালোভাবে প্রস্তুত হওয়ার। প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে বিশেষ করে ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করবো। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে হয় দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’

গোটা দলের পাশাপাশি শান্ত নিজের ব্যাটে রান পেতে চান, ‘ব্যাটসম্যান হিসেবে সব সময়ই চিন্তা থাকে কিভাবে স্কিলটা ডেভেলাপ করা যায়। অনুশীলন যখনই করেছি, যেই যেই জায়গায় ল্যাকিংস ছিল ওগুলো কতোটাকু উন্নতি করা যায় ওইটা নিয়েই কাজ করেছি। আশা করছি এটা আমাকে ম্যাচে কাজে দেবে।’

পাকিস্তান এই ম্যাচে চার পেসার নিয়ে নামছে। নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ হাত ঘুরাবেন পিন্ডির ২২ গজে। বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ। তাসকিন প্রথম টেস্ট খেলতে পারবেন না সেটা আগেই জানা গিয়েছে। চার পেসারের অভিজ্ঞতা খুব বেশি নয়। তবে তারা চ্যালেঞ্জ করতে পারবে সেই সামর্থ্য রয়েছে।

‘আমি মনে করি শেষ কয়েক বছরে আমাদের পেস বোলিং অ্যাটাক বেশ দারুণ করছে। আমাদের কোয়ালিটি তিন থেকে চারজন স্পিনারও রয়েছে। ম্যাচে যা প্রয়োজন তা কাভার করার মতো সামর্থ্য আমাদের রয়েছে। আমরা আগামীকাল যখন মাঠে নামব তখন উইকেটে দেখে একাদশ তৈরি করবো। যেটা বললেন, এখানে ফাস্ট বোলাররা সুবিধা পায়। ওরাও এখানে, এই কন্ডিশনে ভালো করতে মুখিয়ে আছে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়