শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে মারুফুল হকের শিষ্যরা।
মূলত শ্রীলঙ্কা আগের ম্যাচের পর এই ম্যাচও হেরে যাওয়ায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে নেপাল ও বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখায়।
এদিন প্রথমার্ধে বাংলাদেশকে গোল করেন মিরাজুল ইসলাম। আর শেষদিকে গোল করেন পিয়াস আহমেদ নোভা। ১৭ মিনিটের মাথায় ডানদিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের আলতো টোকায় জালে জড়ান মিরাজুল। আর ৮৫ মিনিটে পিয়াস গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
গ্রুপপর্বের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।
যুব সাফের এবারের আসরে দুই গ্রুপে মোট ছয়টি দল অংশ নিয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান।
২৫ ও ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৮ আগস্ট হবে ফাইনাল।
ঢাকা/আমিনুল