ফাইনালে চোখ শানের, প্রশংসা করলেন সাকিব-মুশফিক-মুমিনুল-লিটনের

বুধবার (২১ আগস্ট) সকালে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের আগে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ জানিয়েছেন কোয়ালিটি ক্রিকেট খেলতে চান তারা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে এগিয়ে থাকতে চান। পাশাপাশি তিনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুমিনুল হকের প্রশংসা করেছেন।
মাসুদ বলেন, ‘দল হিসেবে আমাদের টার্গেট হচ্ছে সেরা ক্রিকেট খেলা এবং ম্যাচের ২০ উইকেট নিশ্চিত করা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে আমাদের ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে। এই ম্যাচে শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আলী মুগ্ধ করার মতো পারফরম্যান্স উপহার দিতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো ক্রিকেট খেলার মাধ্যমে আমাদের দল ও সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবে।’
তিনি আরও জানান, বাংলাদেশ দলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। এরপর তিনি লিটনসহ অন্যান্যদের প্রশংসা করেন, ‘লিটন আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়। সে খুবই ভালো মানের খেলোয়াড়। কেবল লিটন নয়— সাকিব, মুশফিক ও মুমিনুলও বেশ ভালো মানের খেলোয়াড়, যাদের আমি সম্মান করি। সাকিব, মুশফিক ও মুমিনুল খুবই অভিজ্ঞ খেলোয়াড়। যারা অনেক ম্যাচ খেলেছে। টেস্ট ক্রিকেটে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে দিবে।’
‘তাদের বোলিং আক্রমণ বেশ তরুণ ও প্রতিভাবান। যদিও তাসকিন এই ম্যাচে খেলছে না, তারপরও তাদের যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আছে। বাংলাদেশ দল সঠিক পথেই আছে।’ যোগ করেন তিনি।
বাংলাদেশের পর অক্টোবরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এরপর ডিসেম্বরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/আমিনুল