ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গুন্ডোয়ানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১০:১৮, ২১ আগস্ট ২০২৪
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গুন্ডোয়ানের

ইউরোর সবশেষ আসরের পর অবসরের মিছিলে যোগ দিয়েছিলেন দুই জার্মান তারকা টনি ক্রুস ও টমাস মুলার। এবার সেই তালিকায় যোগ দিলেন বার্সেলোনা তারকা ইলকাই গুন্ডোয়ান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির এই মিডফিল্ডার।

অবসরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গুন্ডোয়ান। ৩৩ বছর বয়সী এই তারকা লিখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা এতো ম্যাচ খেলবো সেটা অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’

২০১১ সালে জার্মানির হয়ে যাত্রা শুরু করেন গুন্ডোয়ান। এক যুগের বেশি সময়ের পথচলায় ১৯টি গোল করেছেন তিনি। জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।

আরো পড়ুন:

ওই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়ার পর জাতীয় দলকে বিদায় জানান ফরোয়ার্ড টমাস মুলারও। এছাড়া ইউরো দিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরে যান মিডফিল্ডার টনি ক্রুস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়