ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

বিসিবি পরিচালক হলেন ফাহিম 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৫৪, ২১ আগস্ট ২০২৪
বিসিবি পরিচালক হলেন ফাহিম 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। 

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে বিসিবির জরুরী বোর্ড সভায় ফাহিমকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান ফাহিম। 

ফাহিম দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। ক্রিকেট কোচ হিসেবে চাকরি শুরু করেন বিসিবিতে। এরপর হাইপারফর্মেন্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। বিসিবির ছাড়ার পর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ছিলেন লম্বা সময়। 

সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন ফাহিম। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমূল আবেদীন। সেবার হেরে যান সুজনের কাছে। 

বিসিবি সংস্কার নিয়ে সরব ছিলেন ফাহিম। সবশেষ গত ১০ আগস্ট বিসিবি সংস্কারের কথা জানিয়েছিলেন গণমাধ্যমে, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’ 

এদিকে বিসিবি সভাপতি হওয়া ফারুক আহমেদও এনএসসির প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান। ফারুক-ফাহিমের জন্য পদ ছাড়তে হয়েছে জালাল ইউনুস-সাজ্জাদুল আলম ববিকে। জালাল পদত্যাগ করলেও ববি ছেড়ে দেন এনএসসির উপর। তাকে অব্যাহতি দেওয়া হয়। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়