ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিসিবিতে টিকে গেলেন যে ৮ পরিচালক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:২২, ২১ আগস্ট ২০২৪
বিসিবিতে টিকে গেলেন যে ৮ পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজকের বোর্ড সভায় পদত্যাগ করবেন তা আগেই জানা ছিল। দেশের ক্রিকেট এগিয়ে নিতে অতি দ্রুত নতুন বোর্ড সভাপতি নির্বাচন প্রয়োজন ছিল। সেই প্রক্রিয়াও আজ সম্পন্ন হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের দুজন মনোনীত পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বোর্ড সভায় যোগ দেন। তারা স্থলাভিষিক্ত হয়েছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায়। জালাল ইউনুস পদত্যাগ করলেও আহমেদ সাজ্জাদুল আলমকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

নতুন দুই বোর্ড পরিচালকের সঙ্গে ৮ পরিচালক যোগ দিয়ে কোরাম পূর্ণ করেন। বিসিবি সভায় আজ যোগ দেন ৮ পরিচালক- মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। এই ৮ পরিচালক বোর্ডে টিকে যাচ্ছেন। বাকিদের ভবিষ্যৎ কী তা সময়ই বলে দেবে।

আরো পড়ুন:

তবে পরপর তিন বোর্ড সভায় বাকি পরিচালকরা অনুপস্থিত থাকলে তিনদিনের নোটিশ দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বাদ দেওয়ার এখতিয়ার রয়েছে বোর্ড সভাপতির। সেই প্রক্রিয়াতেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

নাজমুল হাসান পাপনসহ আজ অনুপস্থিত ছিলেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ,  অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের ও মঞ্জুরুল আলম।

আগামী সপ্তাহেই বিসিবির পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়