ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ২১:৪৩, ২২ আগস্ট ২০২৪
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি

দেশের ৮টি জেলা ভাসছে বন্যায়। অস্থবির জনজীবন। ক্ষতিগ্রস্থ লক্ষ-লক্ষ পরিবার। অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় জনজীবনে দেখা গেছে তীব্র সংকট।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বসে এমনটাই জানিয়েছেন বিসিবির নব নির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

বন্যাদুর্গতদের পাশে বিসিবি থাকবে কী না এমন প্রশ্নে ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বিসিবি।’

বিসিবি প্রেসিডেন্টের কক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও। তিনি জানিয়েছেন, বিসিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।

গতকাল বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফারুক। দায়িত্ব পাওয়ার পর আজই তার প্রথম অফিস ছিল। বিসিবিতে আসেন দুপুরের পর।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়