ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ভ্রমণ নিষেধাজ্ঞা বাংলাদেশে আসছে না নিউ জিল্যান্ড ‘এ’ দল 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৪৬, ২২ আগস্ট ২০২৪
ভ্রমণ নিষেধাজ্ঞা বাংলাদেশে আসছে না নিউ জিল্যান্ড ‘এ’ দল 

ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। এরপরেই নিউ জিল্যান্ডসহ কয়েকটি দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়।

এই কারণে আসছে সেপ্টেম্বরে নিউ জিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে আসছে না। আগামী ২৮ সেপ্টেম্বর কিউইদের আসার কথা ছিল। সুবিধাজনক সময়ে সেটি করা হবে বলে জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স।

ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন ‘ট্রাভেল রেস্ট্রিকশন থাকলে তো বোর্ডের কিছু করার থাকে না। আমরা ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি অন্য কোন সময় আয়োজন করতে পারব।’

আরো পড়ুন:

এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের নারী বিশ্বকাপ চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। অক্টোবরে সেটি হওয়ার কথা ছিল ঢাকা-সিলেটে। এবার বাতিল হলো নিউ জিল্যান্ড ‘এ’ দলের সফর।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়