ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

১৫ হাজার রানের মাইলফলকে মুশফিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫৯, ২৩ আগস্ট ২০২৪
১৫ হাজার রানের মাইলফলকে মুশফিক

বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিগত অর্জনে বাকিদের চেয়ে ঢের এগিয়ে মুশফিকুর রহিম। বিশেষ করে টেস্টে মুশফিক অনবদ্য। পাকিস্তানের বিপক্ষে আরেকবার সেটাই দেখালেন এই উইকেটকিপার ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার মাইলফলক ছুঁয়েছেন তিনি। 

শুক্রবার (২৩ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুশফিক। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে এই কীর্তি ছুঁয়েছেন তামিম ইকবাল।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ফিফটি তুলে নেওয়ার মধ্যে দিয়ে ১৫ হাজার রানের ঘরে পৌঁছান মুশফিক। টেস্টে ক্যারিয়ারে ২৮তম ফিফটি করার পথে নতুন মাইলফলকটি ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দিনশেষে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুশফিক।

আরো পড়ুন:

আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে মিলিয়ে ১৫ হাজার রান ছুঁতে মুশফিককে খেলতে হয়েছে ৪৬২টি ম্যাচ। এর মধ্যে ৮৯টি টেস্ট, ২৭১টি ওয়ানডে ও ১০২টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন তিনি। চার শতাধিক ম্যাচে আছে ১৯টি সেঞ্চুরি ও ৭৮টি হাফ-সেঞ্চুরি। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়