ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত: ফারুক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫১, ২৪ আগস্ট ২০২৪
প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত: ফারুক

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার পর তাকে তাকে বাদে দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মিটিংয়ে বসেন বিসিবি কর্তারা। মিটিং প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার (২৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠকে সাকিবের বিষয়টি ছাড়াও স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা করা হয়েছে।

মিটিং শেষে ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো। ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এরপর তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। তাই আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’

আরো পড়ুন:

সাকিবের বিষয়টার সঙ্গে ছাত্র-জনতা আন্দোলনের ব্যাপারটা জড়িত। সেটাও মনে করিয়ে দিলেন ফারুক, ‘এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। বেশ কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি।’

বর্তমানে খেলার মধ্যে রয়েছেন সাকিব। তাই এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেওয়া সমীচীন মনে করছে না বিসিবি। সব দেখেশুনে সিদ্ধান্ত আসবে জানিয়ে ফারুক আরও বলেন, ‘এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইমপ্লোয়ি বলতে পারেন। কালকের দিনটা দেখে এরপর সিদ্ধান্ত নিতে পারবো। এখন খেলতে বাধা নেই।’

এর আগে, হত্যা মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। এই আইনজীবী সাংবাদিকদের জানান, সাকিবের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে পুলিশের গুলিতে পোশাক শ্রমিক রুবেল মারা যান। এ অভিযোগে তার বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে সাকিবকে।

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়