ব্রাইটনের মাঠে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা দারুণ শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গেল মৌসুমের ক্ষতে এবার প্রলেপ দিবে বলেই সমর্থকদের বিশ্বাস ছিল। কিন্তু এক ম্যাচ যেতেই হারের মুখ দেখলো এরিক টেন হাগের দল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টারের দলটি।
শনিবার (২৪ আগস্ট) ব্রাইটনের মাঠে খেলতে নেমেছিল টেন হাগের দল। ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়েছে। ইউনাইটেডের ৫৩ শতাংশ বল দখলের বিপরীতে ৪৭ শতাংশ বল নিজেদের কাছে রেখেছে ব্রাইটন। ইউনাইটেড ১১ শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি, গোল পায় একটিতে। বিপরীতে ব্রাইটন ১৪ শটের ৫টি লক্ষ্যে রেখে ২টি গোল আদায় করে নেয়।
নিজেদের মাঠ বলেই দাপুটে শুরু করে রাইটন। খেলার ছন্দ ধরে রেখে ৩২তম মিনিটে গোল আদায় করে নেয় তারা। গোল করেন ড্যানি ওয়েলবেক। প্রথমার্ধে আর কেউ গোল পায়নি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাইটন।
বিরতির পর নেমে নিজেদের গুছিয়ে খেলতে থাকে ইউনাইটেড। ফলও পায় হাতেনাতে। ৬০তম মিনিটে গোল করে রেড ডেভিলদের সমতায় ফেরান আমাদ দিয়ালো। নির্ধারিত সময়ে আর গোল পায়নি কেউ। ম্যাচ যখন সমতায় শেষ হবে ভাবা হচ্ছিলো, তখনি গোল করে ব্রাইটনকে জয় এনে দেন জোয়াও পেদ্রো।
ঢাকা/বিজয়