ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে জিতলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১৪, ২৫ আগস্ট ২০২৪
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে জিতলো ইংল্যান্ড

লক্ষ্য খুব বেশি ছিল না। শুরুটাও হয় দারুণ। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বেন ডাকেট ও ড্যানিয়েল লরেন্স ৫ ওভারেই তুলে ফেলেন ৩৩ রান। কিন্তু ষষ্ঠ ওভারে ডাকেটের আউটে ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ১১৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ইংলিশরা। তবে সেটা হতে দেননি অভিজ্ঞ জো রুট। দলকে এনে দেন ৫ উইকেটের জয়।

ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কা দিন শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮৭ রানে। থামে ৩২৬ রানে। সেঞ্চুরি তুলে নেন কামিন্দু মেন্ডিস। ১১৩ রানে আউট হন এই ব্যাটার। চান্দিমাল টিকেছিলেন শেষ উইকেট পর্যন্ত। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৭৯ রান।

ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০৫। দ্রুত জয় নিশ্চিত করতেই মেরে খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার। ডাকেটের বিদায়ের মধ্যে দিয়ে থামে রানের চাকা। এরপর ৬ রানে বিদায় নেন ওলি পোপ। লরেন্স ফেরেন ৩৪ রান করে। এরপর রুট একাই দলের হাল ধরেন।

আরো পড়ুন:

প্রথমে হ্যারি ব্রুককে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি, যেখানে ৩২ রানই করেন ব্রুক। জয়াসুরিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে ব্রুক ফিরলে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। এরপর জেমি স্মিথকে নিয়ে সাবলীল খেলেন রুট। দুজনে পঞ্চম উইকেট জুটিতে ৬৪ রান যোগ করলে জয় নাগালে চলে আসে ইংল্যান্ডের।

এরপর স্মিথ ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন রুট। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন ১২৮ বলে ৬২ রান নিয়ে। ক্রিস ওকস অপরাজিত থাকেন ৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৩৬ ও ৩২৬ (কামিন্ডু ১১৩, চান্দিমাল ৭৯, ম্যাথুজ ৬৫; পটস ৩/৪৭, ওকস ৩/৫৮)।
ইংল্যান্ড: ৩৫৮ ও ২০৫/৫ (রুট ৬২*, স্মিথ ৩৯, লরেন্স ৩৪; জয়াসুরিয়া ২/৯৮)।
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়