ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দান করলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:১২, ২৫ আগস্ট ২০২৪
ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দান করলেন মুশফিক

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। আজ রোববার (২৫ আগস্ট) স্বাগতিকদের হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। যা ঘরের মাঠে পাকিস্তানের প্রথম ১০ উইকেটের ব্যবধানের হার।

এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৪১ বল মোকাবিলা করে ২২টি চার ও ১ ছক্কায় ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। মাত্র ৯ রানের জন্য মিস করেছিলেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। তবে ম্যাচসেরার পুরস্কার মিস হয়নি। ম্যাচসেরা হয়ে ৩ লাখ পাকিস্তানি রূপি পেয়েছেন মুশফিক। আর তার পুরোটাই তিনি দান করেছেন বাংলাদেশের ফেনী-নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের জন্য।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুশফিক বলেছেন, ‘এই টাকা আমি দান করতে চাই। আপনারা জানেন আমাদের দেশে অনেক মানুষ ও অঞ্চল বন্যা কবলিত হয়েছে। সুতরাং আমি আমার ম্যাচসেরার প্রাইজমানি সেই বন্যার্তদের দান করতে চাই। পাশাপাশি আমি আমাদের দেশের সবাইকে অনুরোধ করতে চাই বন্যার্তদের পাশে দাঁড়াতে। যারা দান করতে পারেন তারা এগিয়ে আসুন, সাহায্য-সহযোগিতা করুন।’

আরো পড়ুন:

পাকিস্তানের ৩ লাখ রূপি বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৯ হাজার টাকা প্রায়।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়