ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

ম্যাচসেরার পুরস্কারে সাকিবকে ছাড়িয়ে মুশফিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৫ আগস্ট ২০২৪  
ম্যাচসেরার পুরস্কারে সাকিবকে ছাড়িয়ে মুশফিক

ম‌্যাচ সংখ‌্যায় সাকিব আল হাসানের চেয়ে অনেক এগিয়ে মুশফিকুর রহিম। তবে ম‌্যাচসেরার পুরস্কারে এতোদিন সাকিবের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করেছিলেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ইতিহাস গড়ে পাকিস্তানকে হারিয়েছে।

টেস্ট ক্রিকেটে প্রথম ১০ উইকেটে পাওয়া জয়ের দিনে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ম‌্যাচে ১৯১ রানের ইনিংস খেলে মুশফিক পেয়েছেন ম‌্যাচসেরার পুরস্কার। আর এই পুরস্কারে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম‌্যাচসেরা হওয়ার রেকর্ডে সবার ওপরে এখন মুশফিক।

সাদা পোশাকে ম্যাচসেরা হলেন তিনি সপ্তমবার। ম্যাচ যদিও অনেক বেশি খেলেছেন তিনি। ৮৯ ম্যাচ খেলেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব ছয়বার ম্যাচসেরা হয়েছেন ৬৮ টেস্টে। এরপর আছেন মুমিনুল হক চারবার। মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল তিনবার করে।

আরো পড়ুন:

তিন ফরম্যাট মিলিয়ে সাকিব ধরা ছোঁয়ার বাইরে। ৪৪৪ ম‌্যাচে সাকিব ৪৫ বার ম‌্যাচসেরা হয়েছেন। তামিম ৩৮৭ ম‌্যাচে ২২ বার। মুশফিক ৪৬২ ম‌্যাচে পেয়েছেন ২১ বার।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়