টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
দীর্ঘ ১৩ টেস্ট পর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের বড় জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে শুরুর আগে বাংলাদেশ পয়েন্ট টেবিলের নিচের দিকেই ছিল। এদিকে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হেরে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে।
এর আগে চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান আট নম্বরে ছিল, যেখানে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ তাদের নিচে ছিল। এখন দুই ধাপ এগোলো বাংলাদেশ। শীর্ষ দুই দল হিসেবে বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে রয়েছে। ভারতের পয়েন্ট শতাংশ ৬৮.৫২, আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ।
শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই পাঁচ ম্যাচে দুইটি জয় তুলে নিয়েছে। তবে হেড টু হেড পারফরম্যান্সে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফলে তাদের অবস্থান শান্তর দলের উপরে।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান আগে ব্যাট করে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। রান তাড়ায় নেমে বাংলাদেশের ইনিংস থামে ৫৬৫ রানে। এগিয়ে যায় ১১৭ রানে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রান করতে সক্ষম হয়। তাতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। বিনা উইকেটে সেটা পেরিয়ে যায় টাইগাররা।
ঢাকা/বিজয়