ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৭ আগস্ট ২০২৪  
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। শুক্রবার থেকে একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। এই টেস্ট দেখতে ছাত্র-ছাত্রীদের কোনো টিকিট লাগবে না। বিনামূল্যে তারা দেখতে পারবে দ্বিতীয় টেস্ট।

তবে ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই স্কুল ড্রেস পরে আসতে হবে। দেখাতে হবে আইডি কার্ড। তাহলেই তাদেরকে ভিআইপি গ্যালারি থেকে খেলা দেখার সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রিমিয়াম গ্যালারি থেকেও খেলা দেখতে পারবে তারা।

মূলত ছাত্র-ছাত্রীদের ক্রিকেটের প্রতি উদ্বুদ্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অবশ্য পাকিস্তানের পক্ষে দর্শক উপস্থিতিও কাম্য তাদের। যাতে করে বাবর-রিজওয়ানরা দ্বিতীয় টেস্টে ভালো করতে উজ্জীবিত হয় এবং জিতে সিরিজে সমতা ফেরাতে পারে।

আরো পড়ুন:

বাংলাদেশ প্রথম টেস্ট জেতায় কোনোক্রমে ড্র করতে পারলেই সিরিজ জিতে যাবে। অন্যদিকে সিরিজ হার এড়াতে জিততেই হবে পাকিস্তানকে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়