ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

অভিষেকেই বার্সেলোনার জয়ের নায়ক ওলমো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১০:০৭, ২৮ আগস্ট ২০২৪
অভিষেকেই বার্সেলোনার জয়ের নায়ক ওলমো

এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচে মাঠে নেমেই নায়ক হয়ে ওঠলেন দানি ওলমো। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া দলও সমতায় ফিরে জয় নিয়েই মাঠ ছাড়লো। সেই সঙ্গে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো হান্সি ফ্লিকের দল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রায়ো ভায়োকানোর মাঠে শুরুতে উনাই লোপেসের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে জয়সূচক গোলটি করেন বদলি নামা ওলমো।

ঘরের মাঠে বার্সেলোনাকে আটকে পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল ভায়োকানো। তাতে সফলও হয় দলটি। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সতীর্থের পাস ধরে লক্ষ্যভেদ করেন লোপেস।

এরপর নিজেদের সামলে নিয়ে খেলতে থাকে বার্সেলোনা। তারা প্রথম আক্রমণ শাণায় ম্যাচের ১৯তম মিনিটে। তবে ইনিগো মার্টিনেজের শট অনায়াসে ঠেকান ভাইয়েকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭তম মিনিটে লামিনে ইয়ামালকে আরেকবার হতাশ করেন তিনি। প্রথমার্ধে আর কোনো সুযোগ পায়নি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। স্কোরলাইনে পরিবর্তন আনতে ফেরান তোরেসের জায়গায় ওলমোকে নামান ফ্লিক। এতে দলের আক্রমণেও ধার বাড়ে। বেশ কয়েকবার আক্রমণের ঝড় তোলেন রবার্ট লেভানডোভস্কি, পেদ্রি, ওলমো। তবে বাধা হয়ে দাঁড়ান ভায়োকানো গোলরক্ষক।

অবশেষে ৬০তম মিনিটে পেদ্রির জাদুতে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। ৭১তম মিনিটে ভায়োকানোর জালে বল পাঠান লেভানডোভস্কি, কিন্তু জুল কুন্দের ফাউলের কারণে গোলবঞ্চিত হয় বার্সেলোনা।

অবশেষে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের ফাঁক দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা। বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে জালের দেখা আর মেলেনি।

এই জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারেয়াল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়