ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

আইপিএলে লক্ষ্ণৌর মেন্টর জহির খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৭, ২৮ আগস্ট ২০২৪
আইপিএলে লক্ষ্ণৌর মেন্টর জহির খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন সাবেক ভারতীয় পেসার জহির খান। আসন্ন মৌসুম থেকেই কাজ শুরু করবেন তিনি। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

এর আগে লক্ষ্ণৌর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সাবেক এই ভারতীয় ক্রিকেটার জাতীয় দলের কোচের পদে যোগ দেওয়ার পর থেকেই লক্ষ্ণৌর এই পদটি খালি ছিল। সেখানেই জহিরকে নিয়োগ দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে বিশ্বকাপজয়ী পেসারকেই বেছে নিলো লক্ষ্ণৌ।

জানা গেছে, জহির শুধু একটি পদেই থাকবেন না। বছরজুড়ে ক্রিকেটার স্কাউটিং ও ক্রিকেটারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামেও যুক্ত থাকবেন ভারতের এই কিংবদন্তি ফাস্ট বোলার। তবে বোলিং কোচের পদে তাকে দেখা যাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

আরো পড়ুন:

লক্ষ্ণৌ দলে এর আগে বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন মরনে মরকেল। তিনি এখন ভারতীয় দলের পেস বোলিং কোচ। জহিরকে দলে নিয়ে একইসঙ্গে দুটি ঘাটতি পূরণ করতে চায় লক্ষ্ণৌ, এমনটা আগে জানা গিয়েছিল। যদিও নতুন করে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

কোচ বা মেন্টর হিসেবে জহির খানের অভিজ্ঞতা বেশ। পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলে বেশ কয়েকবছর কাজ করেছেন তিনি। এ ছাড়া ভারতীয় দলে থাকাকালীন সিনিয়র হিসাবে তরুণ পেসারদের তৈরি করার দায়িত্বও নিয়েছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী এই পেসার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়