ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৩৬, ২৮ আগস্ট ২০২৪
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। তবে অনেকেই ড্রাফটে নাম দেন। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নাম দিয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। ২০২৫ সালের আসরের ড্রাফটে আছেন এরা।

সেপ্টেম্বরের ১ তারিখ মেলবোর্নে বসবে এবারের নিলাম। যেখানে বাংলাদেশের ৯ ক্রিকেটার থাকবেন। এদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ অন্তত ৭ জন। তবে এই ৯ জনের মধ্যে কেবল ৬ জন নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য প্রস্তুত রেখেছেন। তাদেরকে আসরজুড়ে পাওয়া যাবে। 

এই তালিকা থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেইন, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

আরো পড়ুন:

এদের মধ্যে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের দল পাওয়ার সম্ভাবনা থাকছে। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। বিগ ব্যাশে লেগস্পিনকে খুব গুরুত্ব দেওয়া হয়। তাই রিশাদের জন্যই বড় সুযোগটা থাকছে।

নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়