সাফের শিরোপা ছাত্র আন্দোলনে শহিদদের উৎসর্গ
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। যা যুব সাফে বাংলাদেশের প্রথম শিরোপা। ঐতিহাসিক এই শিরোপা জয় জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করা হয়েছে। ম্যাচ শেষে এমনটি ঘোষণা দেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তা’য়ালার। প্রথমে আমি বলতে চাই, আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস, দলের সকলের পক্ষ থেকে গেল মাস ও এই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে সেসব শহীদদের উৎসর্গ করতে চাই।’
সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নেপালের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। সেখান থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল। শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে। আর ফাইনালে আয়োজক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথম শিরোপা জয় করে। নেপালের কাছে গ্রুপপর্বের ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপাও জিতে নেয় মিরাজুল-রাব্বিরা।
ঢাকা/আমিনুল