ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন: বড় দায়িত্বে নাজমুল, ফাহিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৫৫, ২৮ আগস্ট ২০২৪
স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন: বড় দায়িত্বে নাজমুল, ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। দুয়েকটি বিভাগে যে কার্যক্রম চলছে সেটাও জোড়াতালি দিয়ে। কেননা স্ট্যান্ডিং কমিটিগুলো একেবারেই নিস্ক্রিয় হয়ে আছে।

ক্ষমতার পালাবদলে বিসিবিতেও এসেছে পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনিত প্রতিনিধি হিসেবে নির্বাচক হওয়ার পর বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। প্রথম সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবির হট চেয়ারে বসেছেন তিনি। কিন্তু রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাকে। কারণ স্থবির হয়ে আছে কার্যক্রম।

বোর্ডের একাধিক পরিচালক লাপাত্তা। আগের বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সরিয়ে দেওয়া হয়েছে আহমেদ সাজ্জাদুল আলমকে।

আরো পড়ুন:

নিজেদের এগিয়ে যাওয়ার রূপরেখা ঠিক করতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যেখানে স্ট্যান্ডিং কমিটি পুর্নগঠন করা হবে। এজন‌্য পরিচালকদের কোরাম পূর্ণ হওয়া জরুরি। ক্রীড়া মন্ত্রণালয়ে সবশেষ বোর্ড সভায় পুরোনো ৮ পরিচালকের সঙ্গে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম যোগ দিয়ে কোরাম পূর্ণ করেন। আগামীকালও ফারুক আহমেদসহ বাকি ৯ পরিচালক সভায় উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হবে।

আগের ৮ পরিচালক বোর্ডে টিকে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। পরপর তিন বোর্ড সভায় বাকি পরিচালকরা অনুপস্থিত থাকলে তিনদিনের নোটিশ দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বাদ দেওয়ার এখতিয়ার রয়েছে বোর্ড সভাপতির। সেই প্রক্রিয়াতেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

বিসিবির অতি গুরুত্বপূর্ণ চার-পাঁচটি বিভাগের কার্যক্রম শুরু করা অত‌্যাবশকীয়। অর্থ বিভাগ, ক্রিকেট পরিাচলনা বিভাগ, টুর্নামেন্ট বিভাগ, বিপিএল গভর্নিং কাউন্সিল, গ্রাউন্ড অ্যান্ড ফ‌্যাসিলিটিজ এবং নারী উইং। যার তিনটি বিভাগের প্রধানই লাপাত্তা। সরকার বদল হওয়াতে ধরে নেওয়া হচ্ছে তাদের পুনরায় বোর্ডে আসার সম্ভবনা কম।

এমতাবস্থায় নতুন কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে। খোঁজ নিয়ে জানা গেল, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নবনিযুক্ত পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দক্ষত, সামর্থ‌্য, মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা বিবেচনায় নাজমুলকে ক্রিকেট এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া অর্থ বিভাগে দেখা যেতে পারে আকরাম খান নয়তো মাহবুব আনামকে। মাহমুদ আনাম এখন গ্রাউন্ড অ‌্যান্ড ফ‌্যাসিলিটিজ বিভাগ দেখছেন। তাকে সেখানেই রাখার ইচ্ছা ফারুক আহমেদের।

বিপিএল গভর্নিং কাউন্সিল এতোদিন চালিয়ে আসছিলেন শেখ সোহেল। এখানে প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন ফাহিম সিনহা। মিডিয়া কমিটির দায়িত্ব পেতে পারেন ইফতেখার আহমেদ মিঠু। এছাড়া পরিচালকদের একাধিক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে খবর।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়