ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

নিউ জিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ওরাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১১:০০, ২৯ আগস্ট ২০২৪
নিউ জিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ওরাম

নিউ জিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার জ্যাকব ওরাম। বাংলাদেশের সবেক কোচ শেন জার্গেনসনের জায়গায় এই অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে অক্টোবরেই দলের সঙ্গে যোগ দেবেন ওরাম। 

এর আগেও স্বল্প সময়ের জন্য নিউ জিল্যান্ডের বোলিং কোচ ছিলেন ওরাম। যদি সে সময়টা মোটেও ভালো কাটেনি। তাও অভিজ্ঞ এই তারকাকে স্থায়ীভাবে নিয়োগ দিলো কিউইরা। আনুষ্ঠানিকভাবে নিউ জিল্যান্ডের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ওরাম।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে নিজেকে জড়ানোর সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। যে দলটা আমার কাছে বিশেষ কিছু, আমার জীবনের বড় একটা অংশ তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের। আশা করছি আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত করতে পারব।’

আরো পড়ুন:

এদিকে নিউ জিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিডও ওরামকে নিয়ে উচ্ছ্বসিত, ‘জ্যাক (ওরাম) দারুণ পরিচালক। খেলোয়াড় হিসেবে ওর ক্যারিয়ার ও কোচ হিসেবে ওর অভিজ্ঞতা সেটাই বলছে। এটা ওর জন্য বড় সুযোগও। আমরা পুরো সময়ের জন্য ওকে পেতে অপেক্ষা করছি।’
  
৪৬ বছর বয়সী ওরামের কোচিং ক্যারিয়ার শুরু ২০১৪ সালে। সে বছর নিউ জিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্ব নিয়ে শুরু। এরপর ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওরামের।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়