ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

বাংলাদেশের বিষয়ে ভারতকে সতর্ক করলেন রায়না

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৯ আগস্ট ২০২৪  
বাংলাদেশের বিষয়ে ভারতকে সতর্ক করলেন রায়না

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী মাসে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে শান্ত-লিটন-মুশফিকরা। তার আগেই বাংলাদেশের বিষয়ে ভারতকে সতর্ক করলেন সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না। তিনি জানিয়েছেন, এশিয়ার কন্ডিশনে বাংলাদেশের মতো দলকে টেস্টে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ভারতের।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লিতে রায়না বলেছেন, ‘আপনি আসলে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। কারণ, তাদের দলে দারুণ স্পিন বোলিং আক্রমণ আছে। ভালো কিছু খেলোয়াড় আছে, যারা লম্বা সময় ধরে ভালো খেলছে। বাংলাদেশের বিপক্ষের এই টেস্ট সিরিজটি ভারতের জন্য দারুণ হতে পারে অস্ট্রেলিয়ার সফরের জন্য।’

তিনি আরও বলেন, ‘এই টেস্ট সিরিজের আগে বিসিসিআই দলীপ ট্রফির আয়োজন করেছে। এর মাধ্যমে ভালো একটি টেস্ট দল গঠন করা যাবে। যখন আপনি লাল বলের ক্রিকেট খেলেন তখন অনেক কিছু জানা, বোঝা ও শেখার সুযোগ থাকে।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়