ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

বেরসিক বৃষ্টিতে রাওয়ালপিন্ডি টেস্টে রূপ নিলো চারদিনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪০, ৩০ আগস্ট ২০২৪
বেরসিক বৃষ্টিতে রাওয়ালপিন্ডি টেস্টে রূপ নিলো চারদিনে

ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে সেটাই সত্যি হলো। বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন। বাংলাদেশ সময় দুপুর ১টার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

ম্যাচ এখন কার্যত চারদিনে রূপ নিয়েছে। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হতে পারে। সব ঠিকঠাক থাকলে শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় টস করতে মাঠে নামবেন দুই অধিনায়ক।

ভেসে গেল প্রথম সেশন
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে এখনো টস হয়নি। বল মাঠে গড়ায়নি। টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে প্রথম সেশনে কোনো খেলা সম্ভব নয়। বাংলাদেশ সময় দুপুর ১টার আপডেটে জানানো হয়েছে, এখনো বৃষ্টি চলছে। অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। উইকেট কাভার দিয়ে মোড়ানো। সীমানার কাছে বিভিন্ন জায়গায় জমে থাকা পানি দেখা যাচ্ছে।

আরো পড়ুন:

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, টসে বিলম্ব 
প্রথম টেস্টের পুনরাবৃত্তি হলো রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও। বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হচ্ছে। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা। বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পর টস কখন হবে, এখন সেই অপেক্ষা।

রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুশফিক
প্রথম টেস্টের মতো এই টেস্টেও পিন্ডির ২২ গজে ব্যাট হাতে সহজেই দুটি রেকর্ডকে নিজের করে নিতে পারবেন মুশফিক। টেস্ট ক্রিকেটে মুশফিক অনেকটা সময় ধরেই বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান। রান সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি র‍্যাংকিংয়েও রয়েছে তার দাপট।

৫ হাজার ৮৬৭ রান নিয়ে মুশফিক রান সংখ্যায় সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ১৩৩ রান। ৩৯.১১ গড় ও ৪৮.২৯ স্ট্রাইক রেটে ৮৯ ম্যাচে ১৬৪ ইনিংসে মুশফিক এই রান করেছেন। সামনে তার বড় কিছুর হাতছানি। বাংলাদেশের প্রেক্ষাপটে এতোটা লম্বা সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা, পারফর্ম করা এবং রেকর্ডের মালা পরা সব কিছুই কঠিন। কঠিন এই কাজটা মুশফিক শতভাগ নিবেদন, একাগ্রতা দিয়েই করে যাচ্ছেন।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে রান সংখ্যায় সবার উপরে তামিম ইকবাল। ৩৮৭ আন্তর্জাতিক ম্যাচে ৪৪৮ ইনিংসে তামিমের রান ১৫ হাজার ১৯২।  ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রানকে ছাড়িয়ে যাবেন। মুশফিকের রান ১৫ হাজার ১৫৯। দুটি মাইলফলক ছোঁয়া মুশফিকের জন্য অসম্ভবের কিছুই নয়। রাওয়ালপিন্ডিতে মুশফিকের ব্যাটে আরেকটি অনবদ্য ইনিংস তাকে নিয়ে যেতে পারে নতুন এক উচ্চতায়। ক্রিকেটপ্রেমিরা নিশ্চিতভাবেই সেই অপেক্ষাতে থাকবেন। 

সিরিজ জয়ের হাতছানি
২৩ বছর অপেক্ষার পর অবশেষে পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের স্মরণীয় সে জয়ের পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। সেটি করতে গেলে অবশ্য দ্বিতীয় টেস্ট ড্র করলেই চলবে বাংলাদেশকে।

প্রথম টেস্টের মতো এবারও ভেন্যু ওই রাওয়ালপিন্ডি। গতকাল বৃষ্টির কারণে দুদলের কেউই ঠিকঠাক অনুশীলন করতে পারেন, আজও দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে আছে বৃষ্টির পূর্বাভাস। নির্ধারিত সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই হওয়ার কথা দ্বিতীয় টেস্টের টস। প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়