ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগ ড্র

বার্সেলোনা-বায়ার্ন রসায়ন, রিয়াল-লিভারপুল মহারণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ১২:০৯, ৩০ আগস্ট ২০২৪
বার্সেলোনা-বায়ার্ন রসায়ন, রিয়াল-লিভারপুল মহারণ

বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ যেন দুই মহল্লার দুই কঠিন প্রতিপক্ষ। দুই লিগের দুই দলের একই মঞ্চে লড়াইয়ের রসায়ন আরেকবার দেখতে যাচ্ছে দর্শক। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে আরেকবার বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন। এদিকে প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

প্রাথমিক র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ডর্টমুন্ড, এসি মিলান, সালসবুর্ক, ও স্টুটগার্ট ও প্রতিপক্ষের মাঠে খেলবে লিভারপুল, আটালান্তা, লিল ও ব্রেস্টের বিপক্ষে।

আরো পড়ুন:

বার্সেলোনা ঘরের মাঠে খেলবে বায়ার্ন, আটালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্টের বিপক্ষে। বাকি চার ম্যাচ তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে। এই নিয়ে চার মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা।

লিগ পর্বে কোন দলের প্রতিপক্ষ কারা:

রিয়াল মাদ্রিদ: বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আটালান্তা, সালসবুর্ক, লিল, স্টুটগার্ট, ব্রেস্ট

ম্যানচেস্টার সিটি: ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুজ, জুভেন্টাস, ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, স্পার্টা প্রাহা, স্লোভান ব্রাটিস্লাভা

বায়ার্ন মিউনিখ: পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেব, ফেইনুর্ড, স্লোভান ব্রাটিস্লাভা, অ্যাস্টন ভিলা

পিএসজি: ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালসবুর্ক, জিরোনা, স্টুটগার্ট

লিভারপুল: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, বায়ার লেভারকুজেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান: লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার লেভারকুজেন, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্টা প্রাহা

বরুশিয়া ডর্টমুন্ড: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ক্লাব ব্রুজ, সেল্টিক, দিনামো জাগরেব, স্টুহাম খাৎস, বোলোনিয়া

লাইপজিগ: লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্টুহাম খাৎস

বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আটালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, রেড স্টার বেলগ্রেড, ব্রেস্ট, মোনাকো।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়