ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দ্বিতীয় দিনেও কি বৃষ্টি হবে রাওয়ালপিন্ডিতে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪৮, ৩০ আগস্ট ২০২৪
দ্বিতীয় দিনেও কি বৃষ্টি হবে রাওয়ালপিন্ডিতে?

আজ শুক্রবার (৩০ আগস্ট) থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে প্রথমদিন বল মাঠে গড়ানো দূরের কথা টসও হতে পারেনি। স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করার পরও বৃষ্টি না থামায় এবং মাঠ ভেজা থাকায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আগামীকাল শনিবার (৩১ আগস্ট) দ্বিতীয় দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু করার কথা রয়েছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? আগামীকালও কি বৃষ্টি হবে রাওয়ালপিন্ডিতে?

এক্ষেত্রে অবশ্য সুখবরই বলা যায় ক্রিকেটপ্রেমীদের জন্য। আকু ওয়েদারের তথ্য অনুযায়ী আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরো পড়ুন:

শনিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি থাকবে। অনুভূত হবে ৩৭ থেকে ৩৯ ডিগ্রির মতো। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আকাশ পরিস্কার থাকবে। মেঘ থাকবে মাত্র ১ শতাংশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১২ শতাংশ। আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা ৩ শতাংশ।

প্রথম টেস্ট বাংলাদেশ ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্ট কোনোক্রমে ড্র করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে সফরকারীদের। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে হলে জিততেই হবে পাকিস্তানকে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়