ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

শ্রীলঙ্কাকে ফলোঅনের লজ্জায় ফেললো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ৩০ আগস্ট ২০২৪  
শ্রীলঙ্কাকে ফলোঅনের লজ্জায় ফেললো ইংল্যান্ড

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কাকে ফলোঅনের লজ্জায় ফেললো ইংল্যান্ড। আজ শুক্রবার রাতে ইংল্যান্ডের করা ৪২৭ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৯৬ রানে। ২৩৫ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নামে লঙ্কানরা।

বল হাতে শ্রীলঙ্কার ইনিংসে ধ্বস নামান ইংল্যান্ডের চার পেসার ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন ও মাথিউ পটস। তারা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে লড়াই করেন কামিন্দু মেন্ডিস। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৯৬ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ১২০ বল খেলে ৮টি চার ও ৩ ছক্কায় ৭৪ রান করে যান।

আরো পড়ুন:

তিনি ছাড়া দিনেশ চান্দিমাল ২৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, মিলান রত্নায়েকে ১৯ ও পাথুম নিসাঙ্কা ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

প্রথম টেস্ট ৫ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এই টেস্ট জিতলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়