চার পয়েন্ট পিছিয়েও লড়াইয়ের ঘোষণা আনচেলত্তির
লা লিগায় চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট খোয়াতে হয়েছে তাদেরকে। শীর্ষস্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। তবে সেটা নিয়ে চিন্তিত নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মৌসুমের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
লিগে রিয়ালের পরের ম্যাচ রোববার। রিয়াল বেটিসের বিপক্ষে সেই মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনচেলত্তি। সেখানে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য মোটেই হিসেবে ধরছেন না তিনি। বরং তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি।
রিয়াল বস বলেন, ‘না, আমরা মোটে চিন্তিত নই। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা খুশি নই, তবে সেটা চার পয়েন্টে পিছিয়ে থাকার কারণে নয়, আমরা ভালো খেলিনি তাই। মৌসুম খুব দীর্ঘ এবং এখনকার এই পার্থক্য খুব বেশি অর্থ বহন করে না।’
চলতি লা লিগায় জয় দিয়েই শুরু করেছিল রিয়াল। রায়ো ভায়োদলিদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর আর জয়ের মুখ দেখেনি তারা। বাকি দুই ম্যাচে মায়োর্কা ও লাস পালমাসের বিপক্ষে করেছে ১-১ ড্র। নতুন খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও এন্ড্রিকরা নিজেদের মেলে ধরতে পারছেন না।
লিগ টেবিলে ৫ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে রিয়াল। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গত মৌসুমের রানার্সআপ বার্সেলোনা। তবে দীর্ঘ মৌসুমের সামনের পথচলায় কাতালান ক্লাবটির সঙ্গে এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে আত্মবিশ্বাসী আনচেলত্তি।
ঢাকা/বিজয়