ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জয় শাহর স্থলাভিষিক্ত হচ্ছেন পাকিস্তানের নাকভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২ সেপ্টেম্বর ২০২৪  
জয় শাহর স্থলাভিষিক্ত হচ্ছেন পাকিস্তানের নাকভি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। কিন্তু আইসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করতে গেলে তাকে ছাড়তে হবে এসিসি প্রধানের পদ। সেক্ষেত্রে কে হবেন এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি?

জানা গেছে, জয় শাহর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসীন নাকভি। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই হতে যাচ্ছেন এসিসি’র পরবর্তী বস।

জানা গেছে, চলতি বছরেই অনুষ্ঠিত হবে এসিসি’র সভা। আর সেখানেই নির্বাচিত করা হবে নতুন সভাপতিকে। দুই বছর মেয়াদে দায়িত্ব নিবেন মোহসীন নাকভি।

আরো পড়ুন:

এসিসি’র প্রধানের পদের পাশাপাশি বিসিসিআই’র সেক্রেটারির পদও ছাড়তে হবে জয় শাহকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়