ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

দেড় মাস পর নীরবতা ভাঙলেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৪
দেড় মাস পর নীরবতা ভাঙলেন সাকিব

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে সাকিব আল হাসান। জাতীয় দলের খেলা না থাকায় গণমাধ্যমের সামনে আসা হয়নি এই তারকা ক্রিকেটারের। একেবারেই নিশ্চুপ ছিলেন তিনি। অবশেষে দেড় মাস পর নীরবতা ভাঙলেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে উপস্থিতি জানান দেন সাকিব।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের শেষ রানটা আসে সাকিবের ব্যাট থেকেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে সাকিব ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

সাকিব নিজের ফেসবুক পেজে সবশেষ পোস্ট দিয়েছিলেন ১৪ জুলাই। বিখ্যাত ফোন কোম্পানি অপ্পোর একটি বিজ্ঞাপন পোস্ট করেন বিশ্ব সেরা অলরাউন্ডার। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলেও একেবারে গুম মেরে ছিলেন দেশসেরা এই ক্রিকেটার। সে সময় তাকে নিয়ে তুমুল সমালোচনা হয়।

আরো পড়ুন:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে নিজেকে চেনাতে পারেননি সাকিব। দুই ম্যাচে ব্যাট হাতে করেছেন সর্বসাকুল্য ৩৮ রান। এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১ রান সর্বোচ্চ। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ৪৪ রানের বিনিময়ে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়