ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শাস্তির ভয়ে দর্শকদের সতর্ক করলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৪
শাস্তির ভয়ে দর্শকদের সতর্ক করলো আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের খেলা দেখতে হলে এখন থেকে বেশ সতর্ক থাকতে হবে আর্জেন্টিনার দর্শকদের। মুখ ফুটে আপত্তিকর শব্দ উচ্চারণ করলেই পেতে হবে শাস্তি। তাই এই ধরণের স্লোগান দেওয়া থেকে বিরতে থাকতে দর্শকদের অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।  সামাজিক মাধ্যমে এক বার্তায় এই অনুরোধ করা হয়েছে। 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে অনুষ্ঠিতব্য ওই ম্যাচকে ঘিরেই মূলত বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার।

বার্তায় দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এএফএ’র ভাষ্য, ‘যদি কোনো ধরনের আপত্তিকর অথবা বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া হয়, তাহলে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা।’

আরো পড়ুন:

শাস্তিটা হিসেবে বাছাইপর্বের পরের ম্যাচগুলোতে মাঠে আর আর্জেন্টাইন দর্শকদের ঢুকতে দেওয়া হবে না। চিলির বিপক্ষে ম্যাচে যদি এমন কোনো স্লোগান শোনা যায়, তাহলে বুয়েন্স এইরেসে আগামী ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দেওয়া হবে এমন শাস্তি।

আপত্তিকর মন্তব্যের শুরুটা করেন এনজো ফার্নান্দেজ। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনাল জয়ের পর এনসো ফের্নান্দেস একটি ভিডিও আপলোড করেন। যেখানে শোনা যায়, ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের বর্ণবাদী মন্তব্য করছেন তরুণ মিডফিল্ডার।

ওই ঘটনার পর ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে ইংলিশ ক্লাব ও চেলসি তদন্ত শুরু করে। নানান সমালোচনার পরেও সামাজিক মাধ্যমে ভক্তরা ওই ভিডিও নিয়ে মাতামাতি করতে থাকেন। যা মোটেই ভালো কিছু বয়ে আনেনি। তাই এবার আগেভাগে সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা।

চিলি ম্যাচের পর আগামী মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে নির্ভার হয়ে খেলতে নামবে আলবিসেলেস্তেরা। কেননা ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষস্থানে রয়েছে তারা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়