ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নিয়ে দেশে ফিরলেন শান্তরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৪  
বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নিয়ে দেশে ফিরলেন শান্তরা

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন কি? এই প্রশ্নের জবাবে সবাই যুব বিশ্বকাপ কিংবা মেয়েদের এশিয়া কাপ জয়কেই উল্লেখ করবেন। তবে সেদিকে যাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তিকেই এগিয়ে রাখছেন তিনি। ঐতিহাসিক সিরিজ জয় শেষে দেশে ফিরে এমনটাই জানালেন শান্ত। 

পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ। দেশে ফিরেই শান্ত বলেন, ‘আমার কাছে তো মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলির একটি। বেস্ট.. সবচেয়ে বড় অর্জন এটা বাংলাদেশ ক্রিকেটের। এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা নয়, দলের সবাই এটা বিশ্বাস করে। খুবই ভালো লাগছে।’

এবার সিরিজ জয়ের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় ছিল না। আর তাদের মাটিতে গিয়ে তাদেরকে হারানো, সে তো আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। সেই কাজটাই করলেন শান্তরা। চর্তুদশ টেস্টে এসে তুলে নিলেন জয়, সেই সঙ্গে ঘরে তুললেন সিরিজ। টেস্ট আঙিনায় বাংলাদেশের ২৪ বছরের পথচলায় দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের নজির ছিল এতদিন একটিই। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে এসেছিল সেই জয়।

আরো পড়ুন:

এমন জয় যে কেউ বিশেষভাবে উদযাপন করতো। শান্তরাও এর ব্যক্তিক্রম নন। দেশে ফিরে সেটাও জানালেন অধিনায়ক, ‘এরকম জয় হলে সেলিব্রেশন তো স্পেশাল থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। সবাই হাসিখুশি ছিল। হোটেলে যাওয়ার পরও আমরা সেলিব্রেট করেছি। পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পুরো সময়টা উপভোগ করেছি।’

সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শান্ত। লিওনেল মেসিকে দেখেই কি এমন উদযাপন? এই প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘যেটা একটু আগে বললাম, জয়টা খুব স্পেশাল ছিল। আমি যেটা আগেও বললাম, বাংলাদেশের সবথেকে বড় অর্জন। মোমেন্টা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি। কাউকে দেখে না জিনিসটা। লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। এই আর কি।’

পাকিস্তান বিজয়ের সাফল্যে অবশ্য বুঁদ হয়ে থাকার সুযোগ নেই। সামনেই আরও বড় সিরিজ। ভারত সফর কড়া নাড়ছে দুয়ারে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সফর। ভারতের বিপক্ষেও কখনও টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তান সফরের সাফল্যকে সঙ্গী করে ভারতেও ভালো কিছুর আশায় অধিনায়ক।

শান্ত বলেন, ‘এরকম জয়ের পর তো অবশ্যই আত্মবিশ্বাস প্রত্যেকেরই বেশি থাকবে এবং দলের মধ্যে বিশ্বাস ওপরের দিকে থাকবে। ভারত সিরিজ কঠিন একটা সিরিজ হবে। নতুন করে পরিকল্পনা নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। দলের যা অবস্থা এখন, নিজেদের সেরাটা খেললে অবশ্যই ভালো খেলা সম্ভব।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়