ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

ইনজুরিতে বাটলার, অস্ট্রেলিয়া সিরিজ নেতৃত্বে সল্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৪
ইনজুরিতে বাটলার, অস্ট্রেলিয়া সিরিজ নেতৃত্বে সল্ট

কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ। দুই দল পাঁচ ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক জশ বাটলার। তার বদলে বিশ ওভারের সিরিজে দলকে নেতৃতে দিবেন ফিল সল্ট।

গত জুলাইয়ে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার সময় ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন বাটলার। এরপর থেকেই মাঠের বাইরে ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক। সব ঠিক থাকলে ওয়ানডে সিরিজে অধিনায়ক হয়েই ফিরবেন বাটলার।

বাটলারের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি যুক্ত করা হয়েছে সারের হয়ে খেলা অলরাউন্ডার জেমি ওভারটনকেও। অপরদিকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে জর্ডান কক্সকে। যদিও একদিনের ম্যাচে বাটলারের ফেরার সম্ভাবনা প্রবল। তবে সতর্কতা হিসেবে কক্সকে রেখে দিয়েছেন নির্বাচকরা।

এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলবে ইংল্যান্ড। যদিও টেস্টের দায়িত্বের সঙ্গে বাকি দুই ফরম্যাটেও কোচের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে আগামী বছরের আগে দায়িত্ব নিচ্ছেন না তিনি। ফলে এই দায়িত্ব পালন করবেন দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ মার্কাস ট্রেসকোথিক।

১১ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।

টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জস হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডান মাউসলি, জেমি ওভারটন, আদিল রশিদ , রিস টপলি এবং জন টার্নার।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন , জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জস হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি এবং জন টার্নার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়