ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা উলভার্ট-জানসেন 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৬ সেপ্টেম্বর ২০২৪  
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা উলভার্ট-জানসেন 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরস্কার বিতরণীতে বাজিমাত করেছেন লরা উলবার্ট। একাই পাঁচটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক। পুরুষদের ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্কো জানসেন। এছাড়াও আরও অনেকেই জিতেছেন পুরস্কার।

২০২৩-২৪ মৌসুমে দারুণ ফর্মে ছিলেন উলভার্ট। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তারই। অধিনায়কত্বও করেছেন দাপটের সাথে। ফলে সেরা নারী ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে বেগ পেতে হয়নি জুরিদের। বর্ষসেরা খেলোয়াড় এবং সমর্থকদের ভোটেও সেরার পুরস্কার জিতেছেন উলভার্ট।  

বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন উলভার্ট। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জানসেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৭ উইকেট শিকার করেন জানসেন। ব্যাটিং দিয়েও দলে অবদান রেখেছেন প্রয়োজনের সময়।

আরো পড়ুন:

বাকি পুরস্কারগুলোর মধ্যে বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব জিতেছেন ডেভিড বেডিংহ্যাম। বর্ষসেরা উদীয়মান (নিউ কামার) প্লেয়ারও হয়েছেন বেডিংহ্যাম। ওয়ানডেতে বর্ষসেরা প্লেয়ার হয়েছেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টিতে বর্ষসেরা প্লেয়ার হয়েছেন রিজা হেনড্রিক্স।

নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা উদীয়মান (নিউ কামার) প্লেয়ার হয়েছেন এলিজ-মারি মার্ক্স। মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো জিতেছেন ঘরোয়া ক্রিকেটে পুরুষদের ডিভিশন ওয়ান বর্ষসেরা কোচের পুরস্কার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়