ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফর্মে ফিরতে বাবরকে যে পরামর্শ দিলেন বাসিত আলী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৪
ফর্মে ফিরতে বাবরকে যে পরামর্শ দিলেন বাসিত আলী

অনেকদিন ধরেই ফর্মে নেই বাবর আজম। একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন এই ওপেনার। চারদিকে সমালোচনার ঝড়। দলের অন্যতম সেরা ক্রিকেটারের এমন সময় পাশে এসে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার বাসিত আলি। বাবরকে ফর্মে ফিরতে বিয়ে করার পরামর্শ দিলেন তিনি। 

সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজেছেন বাবর। সব মিলিয়ে সর্বশেষ ৩৫ ইনিংসে নেই তার কোনো সেঞ্চুরি। টেস্টে সবশেষে ১৬ ইনিংসে নেই কোনো ফিফটি। টেস্টে সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০২২ সালের ডিসেম্বরে। দলের সেরা ব্যাটসম্যানের এমন পারফর্ম্যান্সে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

এই পরিস্থিতি থেকে বাবরকে উদ্ধার করতে অদ্ভূত এক পরামর্শ দিলেন বাসিত। পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বাবর আজম, তোমার মা–বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। বাবরের মা–বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’

আরো পড়ুন:

বাবরকে পরামর্শ দিয়েই শুধু ক্ষ্যান্ত হননি বাসিত, পাকিস্তান দলকেও ধুয়ে দিয়েছেন। তার ভাষ্য, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের দল পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক।বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়