ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এবার ইংলিস তাণ্ডবে উড়ে গেল স্কটল‌্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৪  
এবার ইংলিস তাণ্ডবে উড়ে গেল স্কটল‌্যান্ড

প্রথম ম‌্যাচে ট্রেভিস হেড ঝড়ে উড়ে গিয়েছিল স্কটল‌্যান্ড। দ্বিতীয় ম‌্যাচে হেড আউট প্রথম বলে। হেডের দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন জস ইংলিস।

এডিনবরাতে অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান টি-টোয়েন্টিতে নিজ দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন। তাতে তার ব্‌্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরিও পাওয়া হয়েছে। চার ছক্কার বৃষ্টি নামিয়ে তিন অঙ্কের ম‌্যাজিকাল ফিগার ছুঁয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে ১৯৬ রানের পুঁজি দিয়েছেন।

সেই লক্ষ‌্য তাড়া করতে নেমে স্কটল‌্যান্ড গুটিয়ে যায় ১২৬ রানে। ৭০ রানের বিরাট জয়ে এক ম‌্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ইংলিস তিনে নেমে ৪৯ বলে ৭টি করে চার ও ছক্কায় ১০৩ রান করেন। ইংলিস ফিফটি পেয়েছেন ২০ বলে। পরের পঞ্চাশ রান করতে খেলেন আরো ২৩ বল। ৪৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ভেঙেছেন অ‌্যারন ফিঞ্চের রেকর্ড। এর আগে ফিঞ্চ ২০১৩ সালে ইংল‌্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৪৭ বলে। গ্লেন ম‌্যাক্সওয়েলেরও ৪৭ বলে সেঞ্চুরি রয়েছে।

২৩ রানে দুই উদ্বোধনী ব‌্যাটসম‌্যানকে হারানোর পর ক‌্যামেরন গ্রিনকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন ইংলিস। ক‌্যামেরন ২৯ বলে ৩৬ রান করেন ২টি করে চার ও ছক্কায়। এছাড়া মার্কোস স্টয়নিস ২০ বলে করেন ২০ রান। টিম ডেভিডের ব‌্যাট থেকে ৭ বলে আসে ১৭ রান। স্কটল‌্যান্ডের হয়ে বল হাতে ব্র‌্যাড ক্র ৩৭ রানে ৩ উইকেট নেন।

বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে স্কটল‌্যান্ডের ব‌্যাটিং একদমই ভালো হয়নি। ব্রেন্ডন ম্যাকমুলেন ছাড়া আর কেউ ২০ রানের বেশি করতে পারেননি। ৪২ বলে ৫৯ রান করেন ম্যাকমুলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে জর্জ মুনসির ব‌্যাট থেকে। বাকিরা দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি।

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস নিয়েছেন ৪ উইকেট।

ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ইংলিস।

একই মাঠে একদিন পর সিরিজের তৃতীয় ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়