ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

‘আগের তুলনায় বাংলাদেশকে সমীহ করবে ভারত’ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:০৬, ৭ সেপ্টেম্বর ২০২৪
‘আগের তুলনায় বাংলাদেশকে সমীহ করবে ভারত’ 

সবশেষ ৮ টেস্টে ৫ জয়। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে নাস্তানাবুদ। সব মিলিয়ে সাদা পোশাকে কাটছে বাংলাদেশের রঙিন দিন। পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মেতে থাকার সময়ও নেই, দুয়ারে কড়া নাড়ছে ভারত সিরিজ। 

ক্রিকেটের অভিজাত সংস্করণে সাম্প্রতিক সাফল্য বিবেচনায় নিয়ে এবার বাংলাদেশকে সমীহ করবে ভারত- এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে ফাহিম এমন মন্তব্য করেন। 

‘ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়ত যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে হয়ত দেখবে না। আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ।’

১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে সফর। দুই টেস্টের পাশাপাশি তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। শেষবার ভারত সফর করেছিল ২০১৯ সালে। সেবার নাস্তানাবুদ হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। 

ফাহিম মনে করেন, পাকিস্তান থেকেও বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে ভারত সিরিজে, ‘যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কিনা সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের ক্ষেত্রে সেটা হয়ত হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে।’

পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে কাটাচ্ছে শান্তরা। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুশীলন। এর আগেই দল ঘোষণার কথা রয়েছে। 

ঢাকা/রিয়াদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়