ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

১৬ দফা দাবি নিয়ে বিসিবিতে ক্রিকেটাররা, মেনে নেওয়ার আশ্বাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
১৬ দফা দাবি নিয়ে বিসিবিতে ক্রিকেটাররা, মেনে নেওয়ার আশ্বাস

সারা দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা ১৬ দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। দাবি যৌক্তিক হওয়ায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছে। 

রোববার (০৮ সেপ্টম্বর) বিসিবিতে আসেন সারাদেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। তারা ১৬টি দাবি সম্বলিত ‘বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স-এর পক্ষ থেকে দাবি সমূহ’ লিফলেট নিয়ে আসেন। লিখিত আকারে এগুলো জমা দেন বোর্ডে। 

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার, জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির দল গঠন, প্রথম বিভাগে তিন সংস্করণের টুর্নামেন্ট আয়োজন, প্রথম বিভাগের তিন সংস্করণের লিগসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন খেলোয়াড়সহ ৯০ জন খেলোয়াড়কে বেতনের আয়তাভুক্ত করা।

আরো পড়ুন:

এ ছাড়া আম্পায়ারিংয়ের মান উন্নয়ন, ভালো উইকেট, দেশের প্রত্যেক জেলায় ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগ ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিসিবির বেতনভুক্ত কোচ যেন কোন একাডেমিতে কাজ না করেন, ঢাকার প্রথম বিভাগ লিগের ম্যাচ যেন অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব)  নতুন করে পুনর্গঠন ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া,  রেজিস্টার্ড কোন ক্রিকেটার চোটে পড়লে ক্রিকেট বোর্ড যেন তাদের চিকিৎসার দায়িত্ব নেয়ার দাবি জানিয়েছেন তারা।

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় রিয়াজুল রিয়াদ গণমাধ্যমে বলেন, ‘অনেকদিন ধরেই অনিয়ম হয়ে আসছে। যদি বিসিবি আশাবাদ ব্যক্ত করে, তাহলে আমরা আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’ 

ক্রিকেটার আসাদুজ্জামান বলেন, ‘আমরা চাই কোয়াবকে নতুন করে পুনর্গঠন করা হোক। এই কোয়াব আসলে ক্রিকেটারদের অনেক কিছুই জানে না। আমাদের সঙ্গে কখনো কথাও বলেনি। আমরা যখন আমাদের সমস্যাগুলো কোয়াবকে জানিয়ে এসেছি, তখন তারা কোন রেসপন্স করতো না। আমরা ৬৪ জেলার যারা এসেছি, সবার একই দাবি, কোয়াব পুনর্গঠন করা হোক।’

বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ক্রিকেটারদের এসব দাবিকে যৌক্তিক মনে করেন,  ‘তোমাদের যে দাবি আছে, সেটার ব্যাপারে…এখন ক্রিকেট বোর্ড কি করলে আমার লাভ হবে বা তোমার লাভ হবে, সেটা নয়…কি করলে ক্রিকেটের লাভ হবে, সেটা দেখা। সেটার জন্য যা যা করা দরকার, ক্রিকেট বোর্ড সামর্থ্য অনুযায়ী সেই জিনিসটা দেখবে।’ 

‘তোমরা (ক্রিকেটারদের উদ্দেশ্যে) একটা ব্যাপার নিশ্চিন্ত থাকতে পার, ক্রিকেট বোর্ড তার সামর্থ্য অনুযায়ী তোমাদের পাশে থাকার চেষ্টা করবে। তোমরা ক্রিকেট খেলে যেন নিজেদের মেধাকে প্রেজেন্ট করতে পারো। নিজেদের মেধা অনুযায়ী যেন মূল্যায়ন হয়। তোমাদের সব দাবি হয়তো এখনই পূরণ করা সম্ভব নাও হতে পারে। তবে আমাদের ইচ্ছে থাকবে তোমরা তো বটেই, যেন ক্রিকেট লাভবান হয়।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়