ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বৃষ্টির পেটে প্রথম দিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৪  
বৃষ্টির পেটে প্রথম দিন

প্রথমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি তাদের অপেক্ষার পালা বাড়াচ্ছে। আজ সোমবার নিরপেক্ষ ভেন্যু বৃহত্তর নয়ডায় একমাত্র টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে।

বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরের কথা, টস করাও সম্ভব হয়নি। সকাল থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রথম দিন বৃষ্টির পেটে যাওয়ায় আগামীকাল আধা ঘণ্টা আগে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। সেক্ষেত্রে বাকি চারদিন ৯৮ ওভার করে খেলা হবে। টস হবে সকাল ৯টায়।

আরো পড়ুন:

অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে কালকেও বৃষ্টির শঙ্কা রয়েছে। অবশ্য খুব বেশি নয়। সেক্ষেত্রে আশা করা যায় দ্বিতীয় দিন কিছু খেলা হতে পারে।

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে আইসিসির ইভেন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচবার মুখোমুখি হয়েছিল। এবারই প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও টেস্ট খেলার সুযোগ পায়নি তারা।

এ পর্যন্ত ৯টি টেস্ট খেলে আফগানরা জিতেছে ৩টিতে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েছে তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়