‘২০২৬ বিশ্বকাপ জিততে নেইমারকে দরকার ব্রাজিলের’
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২০ বছর। আর শিরোপা জেতা হয়নি তাদের। সম্পন্ন হয়নি হেক্সা মিশন। ২০২৬ সালেও তারা সেই মিশন নিয়ে মাঠে নামবে। তার আগে ব্রাজিলের বর্তমান তারকা ফুটবলার রদ্রিগো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল দলে নেইমারকে প্রয়োজন।
‘তিনি (নেইমার) আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। দলের সবাই বুঝতেছে তাকে কতোটা প্রয়োজন, তাকে কতোটা আমরা মিস করতেছি। পুরোপুরি সুস্থ ও ফিট নেইমারকে দেখতে চাই আমরা সবাই। তিনি তার সেরে ওঠার প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। যতো দ্রুত সম্ভব আমরা তাকে ব্রাজিল দলে ফেরাতে চাই।’
‘নেইমারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা নিয়মিত বার্তা আদান-প্রদান করছি। এখন তিনি অনুশীলন শুরু করতে যাচ্ছেন। তিনি একজন সেরা সতীর্থ। যখন কাউকে তার বিষয়ে খারাপ কিছু বলতে শুনি তখন আমার মন খারাপ হয়ে যায়। ব্যক্তি হিসেবে তিনি এমন নন। তিনি আমার আদর্শ খেলোয়াড়। ব্যক্তি হিসেবেও তিনি আমার কাছে অসাধারণ। তিনি নিয়মিত আমার খোঁজ রাখেন। আমাকে সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি।’
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গেল বছর টানা তিন ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু শুক্রবার রদ্রিগোর গোলে তারা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে সেলেসওরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
ঢাকা/আমিনুল