ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ইতালি দুইয়ে দুই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১০ সেপ্টেম্বর ২০২৪  
ইতালি দুইয়ে দুই

উয়েফা নেশন্স লিগে ‘এ২’ গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল ইতালি। সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পরের ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে আরও একটি জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ২ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আজ্জুরিরা।

শুক্রবার ফ্রান্সকে হারানো একাদশে কোচ লুসিয়ানো স্পালেত্তি পাঁচ পরিবর্তন এনে ইসরায়েলের বিপক্ষে দল সাজান। তাদের নিয়ে এই ম্যাচে গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্লুজদের। এ সময় ফেদেরিকো ডিমারকোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান  বাড়ান মইস কিন। ম্যাচের শেষ মুহূর্তে (৯০ মি.) একটি গোল শোধ দেয় ইসরায়েল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বাড়ান রাজ শোলমো। সেটা পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মোহামেদ আবু ফানি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

আরো পড়ুন:

আগামী মাসে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ইসরায়েল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়