ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভারতে বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছেন না গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:১০, ১০ সেপ্টেম্বর ২০২৪
ভারতে বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছেন না গাঙ্গুলি

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে উড়ছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে টইটুম্বুর থাকা অবস্থায় এক সপ্তাহ পরেই টেস্টে ভারতের মুখোমুখি হবে তারা। পাকিস্তানের পরে এবার ভারতকে হারানোর মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে হাথুরুসিংহের শিষ্যরা। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছেন না তিনি। সিরিজ ভারতই জিতবে।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি বলেছেন, ‘বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছি না। ভারতই সিরিজ জিতবে। তবে ভারত বাংলাদেশের কাছ থেকে কঠিন একটি প্রতিদ্বন্দ্বিতা আশা করতে পারে। কারণ, তারা পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে আসতেছে।’

পাকিস্তানকে তাদেরই মাটিতে হারানোয় বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভোলেননি গাঙ্গুলি, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানোটা কখনোই সহজ কাজ নয়। সুতরাং বাংলাদেশ ও তাদের খেলোয়াড়দের অভিনন্দন। তবে ভারত সিরিজের পরিস্থিতি ভিন্ন হবে। ঘরের মাঠে কিংবা বাইরে— ভারতের ব্যাটিং ইউনিট অত্যন্ত শক্তিশালী।’

আরো পড়ুন:

দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবার ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি।

ভারত বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর অবস্থানে রয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে রোহিত-কোহলি-বুমরাহ-অশ্বিন-জাদেজাদের নিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়