ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে সাকিবের আরও কাছে আমির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪  
ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে সাকিবের আরও কাছে আমির

মোহাম্মদ আমির বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে বৃহস্পতিবার রাতে ২.৩ ওভার বল করে মাত্র ১১ রান দেন তিনি। যদিও কোনো উইকেট পাননি। তবে একটি মেডেন ওভার করেছেন। তাতেই তিনি ভুবনেশ্বর কুমারের রেকর্ড ভেঙে সাকিল আল হাসানকে ছোঁয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

এটা ছিল আমিরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৫তম মেইডেন। ৩০২ ম্যাচ খেলে ২৫ মেডেনের পাশাপাশি ৩৪৭ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। ইকোনোমি ৭.২১। ভুবনেশ্বর ২৮৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৯৯টি। মেডেন ২৪টি।

সাকিব আল হাসান এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। তিনি ৪৪৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪৯২টি। ইকোনোমি ৬.৭৯। মেডেন ২৬টি।

আরো পড়ুন:

মেডেনের দিক দিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। তার অবশ্য শীর্ষে থাকাটা স্বাভাবিক। কারণ, তিনি এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ৫২২টি। উইকেট নিয়েছেন ৫৬৩টি।  ইকোনোমি ৬.১২। আর মেডেন নিয়েছেন ৩০টি।

ভারতের জাসপ্রিত বুমরাহ ২২টি মেডেন নিয়ে এই তালিকায় আছেন পঞ্চম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়