রাতে ফিরছেন হাথুরুসিংহে
পাকিস্তান সফর থেকে ঢাকায় ফিরে আবার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন এই কোচ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাথুরুসিংহের। রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
হাথুরুসিংহেকে আর রাখবে কী না বোর্ড এমন আলোচনা তুঙ্গে। তবে দুয়ারে ভারত সফর থাকায় আপাতত সেই পথে হাঁটছে না বিসিবি। আগামীকালই দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন হাথুরুসিংহে।
পাকিস্তান সফর থেকে ফিরে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন কয়েকদিন পর থেকেই। ৯ সেপ্টেম্বর থেকে দলের অধিকাংশ ক্রিকেটার কোচিং স্টাফের অন্য সদস্য ও দেশি কোচদের অধীনে ঘাম ঝরিয়েছেন।
এদিকে কোচ নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনার মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভোট দিয়েছেন তার পক্ষেই। পাকিস্তান সফর থেকে এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন হাথুরুসিংহের সঙ্গে তাদের খুব ভালো যাচ্ছে সবকিছু।
‘খুবই ভালো। খেলোয়াড়রা কোচের সঙ্গে খুবই ক্লিয়ার। খুবই সাপোর্টিভ ছিল। প্রত্যেকটা খেলোয়াড়কে প্রপার প্ল্যান দিয়েছেন। ড্রেসিংরুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে খেলোয়াড় পারফর্ম করে নাই, যে খেলোয়াড় পারফর্ম করেছে একজন আরেকজনের পাশে ছিল।’
‘বিশেষ করে প্রত্যেকটা কোচ খেলোয়াড়দের পাশে ছিল। ভালো সময় এবং খারাপ সময়ে। যেটা বললাম ড্রেসিংরুমে কোচের ভূমিকা ভালো ছিল আমার কাছে মনে হয়’-আরও যোগ করেন শান্ত।
ঢাকা/রিয়াদ/বিজয়