ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

দুই পেনাল্টিতে রিয়ালের তিন পয়েন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪
দুই পেনাল্টিতে রিয়ালের তিন পয়েন্ট

লা লিগার চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। জয় দিয়ে শুরু করার পর পয়েন্ট খোয়ানোর বৃত্তে বন্দি ছিল দলটি। এবার সেই ধারা থেকে বের হয়ে জয়ের ধারায় ফিরলো কার্লো আনচেলত্তির দল। তবে পথটা মোটেই সহজ ছিলো না রিয়ালের জন্য। রিয়াল সোসিয়েদাদের কঠিন চ্যালেঞ্জ উতরে দুই পেনাল্টিতে ২-০ গোলে জিতেছে তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সোসিয়েদাদ। শুরুতেই সার্জিও গোমেজের ফ্রি-কিক ঠেকিয়ে দলকে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিপরীতে রিয়াল আক্রমণ করে অষ্টাদশ মিনিটে। তবে ব্রাহিম দিয়াসের পাসে জাল খুঁজে নিতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দল একের পর এক আক্রমণ করলেও সেগুলো কাজে আসেনি। কোনোটা মুখ থুবড়ে পড়েছে রক্ষণে, কোনোটা আটকে গেছে গোলপোস্টে, কোনোটা প্রতিহত করেছেন গোলরক্ষক। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় রিয়াল ও সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকে রিয়াল। তবে এবারও প্রথম আক্রমণ করে সোসিয়েদাদ। তবে ভাগ্যের জোরে বেঁচে যায় আনচেলত্তির দল। সুসিকের বাঁ পায়ের শট পোস্টে লাগে।

রিয়াল এগিয়ে যায় ৫৭তম মিনিটে। আর্দা গিলেরের জোরাল শট বক্সে সোসিয়েদাদের ডিফেন্ডার গোমেজের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। চলতি মৌসুমে এ নিয়ে ৬ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২টি, দুটিই পেনাল্টি থেকে।

এরপর ৭৫তম মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীদের জয়ের পথে এগিয়ে নেন এমবাপ্পে। বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য চান রেফারি। মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। সহজ স্পটকিকে জাল খুঁজে নেন ফিরাসি তারকা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপেকে তুলে তরুণ ব্রাজিলিয়ান এন্ড্রিককে নামান আনচেলত্তি। তবে বাকি সময়ে খেলার স্কোর একই থাকে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ১১। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ভিয়ারেয়াল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সোসিয়েদাদ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়