ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

আইসিসিতে পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
আইসিসিতে পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল অব ডেভেলপমেন্টে নমিনেশন পেয়েছেন সালিমা ইমতিয়াজ। এর মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির ইভেন্টে ম্যাচ পরিচালনা করার যোগ্যতা অর্জন করলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মুলতানে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা মুখোমুখি হবে। আর আন্তর্জাতিক এই ম্যাচে তিনি আম্পারিং করবেন।

এ বিষয়ে সালিমা বলেন, ‘আসলে আমার এই যাত্রাটা কঠোর পরিশ্রম ও ব্যাক্তিগত নানা স্যাক্রিফাইসের। তবে এখন নতুন একটি অধ্যায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এটার যোগ্য। এটা কেবল আমার একার অর্জন কিংবা জয় নয়। এটা পাকিস্তানের প্রতিটি উচ্চাকাঙ্খী নারী ক্রিকেটার ও আম্পায়ারেরও জয়। আমি আশা করি আমার সাফল্য আরও অনেক নারীকে অনুপ্রাণিত করবে, যারা এই খেলায় নিজেদের স্বাক্ষর রাখতে চায়।’

সালিমা ইমতিয়াজ পাকিস্তানের নারী ক্রিকেটার কায়নাত ইমতিয়াজের মা। যিনি পাকিস্তানের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সালিমা ২০০৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আম্পায়ারিং শুরু করেন। এর আগে তিনি ২০২২ এশিয়া কাপে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০২৩ ইমার্জিং এশিয়া কাপেও দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়