ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

রিভিউ নিতে মিরাজ কনভেন্স করে ফেলে: শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪
রিভিউ নিতে মিরাজ কনভেন্স করে ফেলে: শান্ত

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের উৎসাহটা অন্য সবার চেয়ে আলাদা থাকে। শুধু নিজের বোলিং বা ব্যাটিংয়ে নয়, ফিল্ডিংয়ে থাকাকালীন রিভিউ নিয়ে মিরাজ অন্যদের চেয়ে একধাপ এগিয়ে। ব্যাপারটাকে মিরাজ এমন জায়গায় নিয়ে গেছেন, আম্পায়ারের থেকে সাড়া না পেলে এবং সুযোগ থাকলে মিরাজ রিভিউ চেয়ে বসেন! মানিয়েও নেন অধিনায়ককে।

হ্যাঁ, অধিনায়ককে জোরাজুরি করে তার নেওয়া রিভিউতে অনেক সময় ফল পেয়েছে বাংলাদেশ। আবার এমন সব রিভিউ নিয়েছেন যেগুলো হাস্যরস বানিয়ে ফেলেছেন। মাঠে মিরাজের এই অতি আত্মবিশ্বাস প্রায়শই ধরে পড়েছে ক্যামেরায়। বিসিবির পডকাস্ট হোম অব ক্রিকেটে যোগ দিয়ে রিভিউ নিয়ে নিজেদের গল্প শুনিয়েছেন মিরাজ ও শান্ত।

প্রথমে সঞ্চালক রিভিউ নিয়ে প্রশ্ন করতেই এক গাল হেসেছেন মিরাজ। তারপর তাকে বলতে শোনা যায়, ‘সত্যি কথা বলতে, আমি যদি রিভিউ নেই। যদি ভুলও হয় তারপরও ও (শান্ত) আমাকে বিশ্বাস করে।’ মিরাজ মনে করিয়ে দিলেন, ‘আমি কিন্তু সফলও হয়েছি। শ্রীলঙ্কা সিরিজে আমি কিন্তু চান্দিমালকে রিভিউ নিয়ে আউট করেছিলাম।’

এরপর শান্ত খুলে দেন কথার ঝাঁপি, ‘এরকম কিছু না (মিরাজকে মানা করতে হয়)। স্বাভাবিকভাবে যেটা হয়, বোলারদের একটা আবেগ তৈরি হয় ওই সময়। কারণ তারা সারাদিন বল করেছে। একটা সুযোগ তৈরি হয়েছে। ওইটা হারাতে চায় না। এরকমও অনেক সময় হয়, মনে হচ্ছে আউট না। দেখা গেল পরে আউট। এরকম জায়গায় কনফিউশন তৈরি হয়।’

‘মজার ব্যাপার হলো ওর (মিরাজের) ওই বিশ্বাসটা থাকে। আর ও কনভেন্স করে ফেলে। ও যেটা বললো, সফলও হয়। আমাদের উপমহাদেশে একটু কঠিন উইকেটের কারণে। খেয়াল করে দেখবেন, আমি রিভিউ নেই শেষ সেকেন্ডে বা দুই সেকেন্ড আছে সেই সময়ে। চিন্তা করে নেই। দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা রিভিউ। তবে ইনটেনশন তো ভালো থাকে।’

রিভিউ নিয়ে শান্ত খোলামেলা কথাও বলেছেন, ‘একটা জিনিস যেটা হয়, এটা যে ও (মিরাজ) করে তা না। বেশিরভাগ বোলাররাই কিন্তু এই জিনিসটা (রিভিউ নিতে আগ্রহ) করে। আবার এই জিনিসটায় (রিভিউ) যখন সফল হয় না, তখন অনেক সময় কিন্তু ভালো পরিবেশ তৈরি করে। অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবার অনেক সময় দেখা যায় এটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। আমার তো ভালোই লাগে।’

গতকাল রাতে বিসিবির ফেসবুক ও ইউটিউবে এই পডকাস্ট প্রচার করা হয়। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ এখন রয়েছে চেন্নাইয়ে।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়