ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

এক দশক পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪
এক দশক পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

বয়স তার ৪২ পেরিয়ে গেছে। এই বয়সে কিছুদিন আগেও খেলেছেন টেস্ট। যদিও এরপর অবসরে গিয়েছেন। কিন্তু ক্রিকেট ছাড়ছেন না জেমস অ্যান্ডারসন। অবসরের পর গেল মাসে জানিয়েছিলেন টেস্ট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট।

যেমন কথা তেমন কাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে (মেজর লিগ ক্রিকেট) খেলবেন তিনি। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে এমএলসি’র একটি ফ্র্যাঞ্চাইজি। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী এমএলসিতে অল্প সময়ের জন্য খেলে অ্যান্ডারসন ১ লাখ ৩৫ হাজার ডলার পাবেন। যদিও সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন জিমি। টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন তিনি।

আরো পড়ুন:

জুলাইতে টেস্টে ৭০৪ উইকেট শিকার করে অবসরে যান অ্যান্ডারসন। যদিও পরে ইংল্যান্ড দলের ব্যাকরুম স্টাফ হিসেবে পেস বোলিং মেন্টরের কাজ করেন তিনি।

অবশ্য অ্যান্ডারসন ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েল ও ট্র্যাভিস হেডকেও খেলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা লিয়াম প্লাংকেট ও জ্যাসন রয় খেলেছিলেন মেজর লিগ ক্রিকেটে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়