ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভারত-বাংলাদেশ টেস্টে হানা দিতে পারে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ভারত-বাংলাদেশ টেস্টে হানা দিতে পারে বৃষ্টি

বৃহস্পতিবার সকালে মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। যে টেস্ট ইতোমধ্যে উত্তাপ ছড়াচ্ছে। সেটার অবশ্য কারণ রয়েছে। বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছে। তারা আছে দারুণ ছন্দে। সে কারণে ভারতও পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। যদিও সামনে তাদের নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮টি টেস্ট রয়েছে।

এই ম্যাচে রোহিত, কোহলি, বুমরাহ, অশ্বিন, জাদেজারা দাপট দেখাতে প্রস্তুতি নিচ্ছেন। তবে বৃষ্টিও প্রস্তুত হয়ে আছে বলা যায়। কারণ, অ্যাকু ওয়েদারের প্রতিবেদন থেকে জানা গেছে, চীপক টেস্টের প্রথমদিন বৃষ্টি হানা দিতে পারে।

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও অনুভূত হবে ৩৯ থেকে ৪১ ডিগ্রির মতো। বাতাসের গতিবেগ থাকবে ৬ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ২৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আরো পড়ুন:

সকাল থেকে চেন্নাইর ৬০ শতাংশ আকাশ মেঘে ঢাকা থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪১ শতাংশ। বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮ শতাংশ। এদিন প্রায় ১ ঘণ্টা বৃষ্টি হতে পারে।

এছাড়া এই টেস্টের তৃতীয়দিনও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিন তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়