ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

টিম লিস্টে নাম নেই, তবুও ভারতের বিপক্ষে খেলছেন হাসান! 

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
টিম লিস্টে নাম নেই, তবুও ভারতের বিপক্ষে খেলছেন হাসান! 

টসের কয়েক মিনিট আগে প্রেস বক্সে ভারত-বাংলাদেশের স্কোয়াডের তালিকা সরবরাহ করা হয়। কিন্তু বাংলাদেশের তালিকায় নাম নেই পেসার হাসান মাহমুদের। হঠাৎ তার কি হলো? ইনজুরিতে? 

প্রেস বক্সে এমন আলোচনার মধ্যে টস হয় এবং জানা যায় খেলছেন হাসান! অথচ তালিকায় নেই তার  নাম। কেন এমন হলো? দলের সঙ্গে থাকা নির্বাচক হান্নান সরকার জানান, ‘ভুলে তালিকায় হাসানের নাম লেখা হয়নি। সে খেলছে।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। হাসানসহ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাকি দুই পেসার হলেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ।  

আরো পড়ুন:

টিম লিস্টে নামের ভুলসহ এমন আগেও অনেকবার দেখা গেছে। তবে এটা যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। নাম না থাকলেও খেলছেন ক্রিকেটার। যেটা নিয়া একপ্রকার হাস্যরসের সৃষ্টি হয়। 

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

চেন্নাই/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়